ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অভয়নগরে জলকন্যা শিলাকে গণসংবর্ধনা

প্রকাশিত: ১১:২৭ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

এসএ গেমসে স্বর্ণজয়ী জলকন্যা মাহফুজা খাতুন শিলাকে গণসংবর্ধনা দিয়েছে অভয়নগরবাসী। শুক্রবার সন্ধ্যায় যশোরের নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই শিলাকে অভয়নগরের সর্বস্তরের সংগঠনের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া হয়।

নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা পরিষদের প্রশাসক শাহ হাদিউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির, সহকারী পুলিশ সুপার শেখ বেলাল হোসেন, নওয়াপাড়া পৌর মেয়র সুশান্ত দাস শান্ত, যশোর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি রুনা লায়লা, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরল হক মোল্যা, উপজেলা নির্বাহী অফিসার সিফাত মেহনাজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল, মনিরুজ্জামান মনি, ভীম চন্দ্র সেন প্রমুখ।

মাহফুজা খাতুন শিলা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার পরিবারের দায়িত্ব নিয়েছেন। এর থেকে বড় কিছু হয় না। স্বর্ণ জয়ের মাধ্যমে যে সম্মান আমি বাংলাদেশের জন্য দিয়েছি তার চেয়ে বড় সম্মান আমাকে দিয়েছে দেশ। আমি কখনও ভাবিনি অভয়নগরবাসী আমাকে এতো ভালোবাসা দেবে।
 
তিনি আরো বলেন, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি ইতোমধ্যে আমার বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিয়েছে। আর্থিক সংকটের কারণে আমার মা যে সোনার পদকটি বিক্রি করে দিয়েছিলেন আজ এই গণসংবর্ধনার মাধ্যমে সেই পদকটি আমাকে আবার ফিরিয়ে দেয়ার ঘোষণায় আমি ভীষণ খুশি এবং কৃতজ্ঞ।’

অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবারের এসএ গেমসে মেয়েদের ১০০মিটার ও ৫০মিটার ব্রেস্ট স্ট্রোকে দুটি সোনা জিতেছেন এই সাঁতারু।

মিলন রহমান/এসকেডি