ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নীলফামারীতে অগ্নিকাণ্ডে ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

প্রকাশিত: ০৪:৫৪ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৬

নীলফামারীর ডিমলা উপজেলা সদরের বাবুরহাট বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ডিমলায় ফায়ার সার্ভিসের একটি দল প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলে পাইপের অভাবজনিত কারণে ডিমলা ফায়ার সার্ভিসের অভিযান থমকে যায়। পরবর্তীতে পার্শ্ববর্তী ডোমার উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে রাত সাড়ে ৩ টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ডিমলা, ডোমার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট সাড়ে দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় বাবুরহাট বাজারে বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত ২টার দিকে বাবুরহাট বাজারের এসআরবি মার্কেট সংলগ্ন একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে প্রায় ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়ে যায়। আগুনে নগদ টাকা, মালামাল ও আসবাবপত্রসহ প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। রাতেই উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি মিল্টন চন্দ্র রায়, সদর ইউপি চেয়ারম্যান রফিজুল ইসলাম, ডিমলা থানার ওসি রহুল আমিন খান ঘটনাস্থলে ছুটে যায়।

Fair-Nilfamare

উপজেলা (ভারপ্রাপ্ত ) নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি মিল্টন চন্দ্র রায় জাগো নিউজকে জানায়, ভস্মীভূত দোকানের তালিকা ও ক্ষতির পরিমাণ নিরুপণের জন্য প্রকল্প বাস্তবায়ন অফিস কাজ করছে।

ডিমলা ফায়ার স্টেশনের টিম লিডার আবু বক্কর সিদ্দিক জাগো নিউজকে জানায়, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।     

উল্লেখ্য, ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি একই মার্কেটের ৬৩টি দোকান ঘর ভস্মীভূত হয়েছিল। সে সময় আগুনের ঘটনায় কয়েকটি কাপড়ের পাইকারি দোকান, জুতা, গার্মেন্টস, জুয়েলারি ও ওষুধের দোকানসহ কয়েকটি গোডাউনের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

জাহেদুল ইসলাম/এসএস/এমএস