ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নেত্রকোনায় আর্জেন্টিনা সমর্থকদের উৎসাহ দিতে গরু জবাই

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০৫:২৩ পিএম, ১৮ ডিসেম্বর ২০২২

নেত্রকোনায় গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করেছে আর্জেন্টিনা সমর্থকরা। রোববার (১৮ ডিসেম্বর) বিকেল থেকে শহরের চকপাড়া কোট স্টেশন এলাকায় চলছে রান্নার আয়োজন। রাতে খেলা দেখায় সময় হবে খাওয়া-দাওয়া।

আয়োজক কমিটির সদস্য সানি খান বলেন, প্রিয় দল আর্জেন্টিনা ফাইনাল খেলছে তাই সমর্থকদের উৎসাহ দিতে আমরা গরু জবাই করেছি। আশি হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছি। প্যান্ডেলে বসে একত্রে খেলা দেখব। আর যদি আর্জেন্টিনা ফাইনালে বিজয়ী হয় তাহলে সৌদি আরব থেকে একটি উঠ ও একটি গরু জবাই করে নেত্রকোনা বাসীকে খাওয়াব।

jagonews24

শহরের সাতপাই এলাকার মো. মিসবাহ উদ্দিন খান আসাদ জানান, আমি ব্রাজিল সমর্থন করি। কিন্তু আমি চাই এবার বিশ্বকাপ মেসির হাতে উঠুক। তারা খেলার নৈপুণ্য দেখিয়েছেন। আশা করি ফাইনালেও তারা সে নৈপুণ্য দেখাবেন।

শহরের দত্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাঈক সাফওয়ান শ্রেষ্ঠ জানায়, করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকায় বিষণ্ণ ছিলাম। এ স্থবিরতা কাটিয়ে বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার খেলা দেখে খুব আনন্দে সময় কেটেছে। আমি মনেপ্রাণে চাই বিশ্বকাপের শেষ হাসিটা মেসি হাসুক।

এইচ এম কামাল/আরএইচ/জিকেএস