ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্রেমিকের সঙ্গে পালালো কলেজছাত্রী, যুবকের বাড়িতে হামলা

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ২০ ডিসেম্বর ২০২২

ফরিদপুরের বোয়ালমারীতে তারিকুল ইসলাম নামে এক যুবকের সঙ্গে কলেজছাত্রী পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর স্বজনরা তরিকুলের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন বলে জানা গেছে।

গত শনিবার (১৭ ডিসেম্বর) রাতে ওই কলেজছাত্রী একই গ্রামের মো. মুরাদ মোল্যার ছেলে তরিকুলের সঙ্গে পালিয়ে যায়। এ নিয়ে মেয়ের পরিবার থানায় একটি লিখিত অভিযোগ দেয় এবং ওই যুবকের পরিবারকে হুমকি-ধামকি দিয়ে মেয়ের খোঁজ জানতে চায়।

তবে গত দুইদিনেও মেয়ের খোঁজ না পেয়ে মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে ছেলের বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করেন কলেজছাত্রীর স্বজনরা।

তারিকুলের বোন সীমা বেগম বলেন, আমার ভাই ও ওই মেয়ের মধ্যে অনেক আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। এজন্য তারা দুজন পালিয়ে গেছে। তবে আমার মা-বাবা ওদের খোঁজ জানতে আত্মীয়-স্বজনের বাড়িতে গেছে। এ সুযোগে মেয়ের মামা নাইম ও নাইমের চাচারা মিলে আমাদের বাড়িতে এসে ভাঙচুর করে লুটপাট করেছে। মেয়ের পরিবারের লোকজন কখন কী করে সে ভয়ে আমরা আতঙ্কে রয়েছি।

তারিকুল ইসলামের বাবা মুরাদ মোল্লা বলেন, আমি ছেলে ও মেয়ের খোঁজ করতে বাড়ি থেকে তিনদিন আগে বের হয়েছি। আজ বড় ভাইয়ের স্ত্রী ফোন করে জানায়, আমার বাড়িঘরের দরজা ভেঙে আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করেছে মেয়ের পরিবার। আমি এর বিচার চাই। তবে আমি দূরে থাকার কারণে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দিতে পারিনি।

এ বিষয়ে কলেজছাত্রীর মামা নাইম শেখের মোবাইলফোনে কল করা হলেও বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি। তবে যুবকের বাড়িঘর কুপিয়ে ভাঙচুর ও লুটপাটের বিষয়ে কলেজছাত্রীর বড় ভাই কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, কলেজছাত্রী পালিয়ে যাওয়া নিয়ে মেয়েপক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তবে ছেলের বাড়িঘর ভাঙচুর বা লুটপাটের বিষয়ে জানি না। কেউ এ বিষয়ে কোনো অভিযোগ করেননি।

এন কে বি নয়ন/এমআরআর/এএসএম