সেনাবাহিনীর ব্যতিক্রমধর্মী ভ্রাম্যমাণ পাঠাগার
‘লাইব্রেরি অন হুইলস’ নামে একটি ব্যতিক্রমধর্মী ভ্রাম্যমাণ পাঠাগার চালু করেছে খাগড়াছড়ি রিজিয়ন। শনিবার দুপুরে ফিতা কেটে ‘লাইব্রেরি অন হুইলস’র উদ্বোধন করেন সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার (জিওসি) মেজর জেনারেল মো. সফিকুর রহমান।
উদ্বোধন শেষে সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার (জিওসি) মেজর জেনারেল মো. সফিকুর রহমান বলেন, শিশু-কিশোরদের পাঠ্যবইয়ের পাশাপাশি বিশ্ব জগতের বিভিন্ন লেখকের বইয়ের সঙ্গে পরিচিত করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। এতে করে শিশু-কিশোরদের মনের দুয়ার খুলে যাবে। তাদের মধ্যে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠার আগ্রহ তৈরি হবে।
এসময় খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল স ম মাহবুব-উল-আলম, খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলীসহ নির্বাচিত জনপ্রতিনিধি ও জেলার বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত ছিলেন।
এ উদ্যোগ সম্পর্কে খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল স ম মাহবুব-উল-আলম বলেন, ভ্রাম্যমাণ পাঠাগারটি খাগড়াছড়ি জেলা সদরের বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে গিয়ে শিশু-কিশোরদের মাঝে পাঠ্য বইয়ের পাশাপাশি শিশুতোষ গল্প ও ছড়াসহ বিভিন্ন আলোকিত মনীষীদের জীবনী পড়ার সুযোগ করে দিবে।
পরে সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার (জিওসি) মেজর জেনারেল মো. সফিকুর রহমান খাগড়াছড়ি সেনা রিজিয়নে ছয়টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।
এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান