তক্ষকসহ গাজীপুরে ৩ পাচারকারী গ্রেফতার
বিলুপ্তপ্রায় তক্ষক উদ্ধারসহ গাজীপুরে বন্যপ্রাণী পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার আউটপাড়া এলাকা থেকে তক্ষকটি উদ্ধারসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার বলাশপুর গ্রামের মহরম আলীর ছেলে এবং গাজীপুর মহনগারীর বাসন থানার আউটপাড়া এলাকার বাছির মন্ডলের বাড়ির ভাড়াটিয়া মাসুদ রানা (৫৩), চুয়াডাঙ্গা জেলার জীবনগর থানার আ. মোতালেবের ছেলে এবং গাজীপুর মহানগরীর সদর থানার টেক কাথোরা এলাকার কাইলা মিয়ার বাড়ির ভাড়াটিয়া ইদ্রিস আলী (৪৮) ও নোয়াখালী জেলার শিবপুর গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে এবং গাজীপুর মহানগীর বাসন থানার ভোগড়া এলাকার বাসিন্দা শাহিন আলম (৪২)। এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিন বাসন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার দুপুর ১২টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেডকোয়াটার্সের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবু তোরফ মোহাম্মদ সামসুর রহমান জানান, তক্ষক বিক্রয়ের উদ্দেশ্যে বিদেশে পাচারের জন্য কতিপয় পাচারকারী বাসন থানার আউটপাড়া এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সিদ্দিক হাজীর ফার্নিচারের দোকানের সামনে অভিযান চালানো হয়। এসময় একটি তক্ষকসহ তিনজন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম থেকে এনে গাজীপুর মহানগর বিভিন্ন এলাকায় কৌশলে তক্ষক পাচার করে। এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিন বাসন থানায় ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা ২৫-খ/২৫-ঘ তৎসহ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৪(খ)/৪১ মামলা দায়ের করা হয়েছে।
আমিনুল ইসলাম/এফএ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে