ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় চেয়ারম্যানের উপর হামলা : গ্রেফতার ১

প্রকাশিত: ০৪:৫৯ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৬

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে বর্তমান চেয়ারম্যান আবু হেনা সাকিলসহ ১০ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনায় পুলিশ প্রধান আসামি নুর মোহাম্মদকে গ্রেফতার করেছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা শহরের নিউমার্কেট এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার নুর মোহাম্মদ আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের শামসুর রহমানের ছেলে ও শ্রীউলা ইউনিয়ন আ.লীগের সভাপতি।

চেয়ারম্যান আবু হেনা সাকিল জানান, শনিবার সকালে ইউনিয়ন আ.লীগের সভাপতি নুর মোহাম্মদ দলীয় মনোনয়ন না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে বাহিনী নিয়ে মহিষকুড় এলাকায় অতর্কিতভাবে হামলা চালায়। এ ঘটনায় তার ছেলেসহ ১০ আহত হয়েছেন। তিনি আরও বলেন, নুর মোহাম্মদের বিরুদ্ধে আশাশুনিসহ পার্শ্ববর্তী বিভিন্ন থানায় হত্যা, পুলিশের উপর হামলা, দখল লুটপাটসহ ২৮টি মামলা রয়েছে।

সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জাগো নিউজকে বলেন, আশাশুনি থানায় দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

আকরামুল ইসলাম/এসএস/আরআইপি