ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
ফাইল ছবি
টাঙ্গাইলের মির্জাপুরে ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে গাড়ির চাপায় আবু বক্কর (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দুল্যা মনসুর নামক স্থানে এ ঘটনা ঘটে। সে দুল্যা মনসুর গ্রামের নান্নু মুন্সির ছেলে।
জানা গেছে, আবু বক্কর শুক্রবার সন্ধ্যায় পাশের পুষ্টকামুরী চরপাড়া গ্রামে নাজিম উদ্দিন পীর সাহেবের বাড়িতে ওয়াজ মাহফিলে আসেন। রাত ১০টার দিকে তিনি মহাসড়কের পাশ দিয়ে হেটে বাড়ি যাচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছেন।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
এস এম এরশাদ/জেএস/এমএস