ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় মাদকদ্রব্য উদ্ধার

প্রকাশিত: ০৭:৩০ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৬

নওগাঁর সাপাহারে ৬৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ গ্রাম হেরোইন ও ১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। রোববার সকাল ৬টার দিকে উপজেলার দিবর মোড় এলাকায় অভিযান চালিয়ে এ মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।
 
খঞ্জনপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আরিফ খান জানান, গোপান সংবাদে সকালে উপজেলা সদরের পার্শ্ববর্তী দিবর মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। মাদক ব্যবসায়ীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্যগুলো রেখে পালিয়ে যায়। উদ্ধার করা ইয়াবা, হেরোইন ও ফেনসিডিলের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ২৩ হাজার টাকা।

আব্বাস আলী/এসএস/আরআইপি