ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাধবদীতে জমি বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি | নরসিংদী | প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২২

নরসিংদীর মাধবদীতে জমি বিরোধের জেরে মনির হোসেন (৪৫) নামের একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মনির হোসেন ওই এলাকার সিরাজ মোল্লার ছেলে।

নিহতের স্বজনরা জানায়, প্রতিবেশীর সঙ্গে জমির সীমানা নিয়ে মনির হোসেনের বিরোধ চলছিলো। এক পর্যায়ে রোববার দুপুরে প্রতিপক্ষের লোকজন মনির হোসেনের ওপর হামলা চালায়। ওই সময় তাকে এলোপাতাড়ি পিটিয়ে তাকে আহত করা হয়। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, মনির হোসেনের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সঞ্জিত সাহা/আরএইচ/এএসএম