ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, ১৪ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৭:৫০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২২

গাজীপুরে দলীয় কার্যালয় থেকে গণমিছিলে অংশ নিতে যাওয়া নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১৪ জনকে আসামি করে সদর থানায় মামলা করা হয়েছে।

রোববার (২৫ ডিসেম্বর) সকালে সদর মেট্রো থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান খান বাদী হয়ে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন, কাজী বাবু ওরফে টাইগার বাবু, মো. রাসেল বাবু, দেলোয়ার হোসেন, জাফর মোল্লা, হাতিম, সোহান, মো. রাকিব হোসেন, হাসিব পিয়াল, প্রিতম, নজরুল, সাগর, শরীফ, লিখন ও সাইদুল মাহামুদ। এছাড়া আরও অনেককে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিয়াউর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, মারধর, গুরুতর জখম ও ভাঙচুর করে ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় গ্রেফতার আটজনকে পাঁচদিনের রিমান্ড চেয়ে রোববার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার বিকেলে বিএনপির দলীয় কার্যালয় থেকে গণমিছিলে অংশ নিতে যাওয়া নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন। এ ঘটনায় তৎক্ষণাৎ ২০ আটক করা হলেও ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না থাকায় ১২ জনকে ছেড়ে দেওয়া হয়।

মো. আমিনুল ইসলাম/এমআরআর/এএসএম