নীলফামারীতে পঞ্চাশোর্ধ্বদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ
নীলফামারীর ডোমারের পঞ্চাশোর্ধ্বদের নিয়ে ব্যতিক্রমী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রোবাবর (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার বামুনিয়া ইউনিয়নের জব্বারের মাঠে এ খেলার আয়োজন করা হয়।
খেলায় ১৯৭১ একাদশকে ৪-০ গোল ব্যবধানে হারিয়েছে ১৯৫২ একাদশ। খেলা দেখতে আশপাশের এলাকার মানুষ ভিড় জমান। টান টান উত্তেজনার মধ্য দিয়ে খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক লায়লা আর্জুমান বানু, পাঙ্গামটকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টু, নীলফামারী সরকারি কলেজের প্রভাষক সোলায়মান আলী, ডোমার সরকারি কলেজের প্রভাষক মাহবুবুল ইসলাম সোহাগ, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী মিরাজ হোসাইন রিয়াজ উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটির সদস্য সম্রাট ইসলাম বলেন, বয়স বেড়ে গেলে মানুষ নানা চিন্তায় ভোগেন। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। মানসিক প্রশান্তি ও বিনোদনের জন্য ব্যতিক্রমী এ আয়োজন করি। বিনোদনের মাধ্যমে উচ্চ রক্তচাপসহ অন্যান্য রোগ থেকে ঝুঁকি কমানো।
আরএইচ/এএসএম