ট্রেন থেকে পিস্তল, বোমা ও গাঁজা উদ্ধার
গাইবান্ধায় পদ্মরাগ এক্সপ্রেস ট্রেন থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, তিনটি পেট্রোলবোমা ও ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
গোপন খবরের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ গাইবান্ধার সদস্যরা অভিযান চালিয়ে গাইবান্ধা রেল স্টেশন থেকে রোববার বিকেলে এসব উদ্ধার করে।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ ও সহকারী পুলিশ সুপার মো. কায়সার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট থেকে ছেড়ে আসা শান্তাহারগামী পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধা রেল স্টেশনে পৌঁছিলে তল্লাশি চালানো হয়। এসময় একটি বগি থেকে বস্তায় মোড়ানো একটি বিদেশি পিস্তুল, তিনটি পেট্রোলবোমা, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও প্রায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে, ট্রেনে র্যাবের তল্লাশি দেখে আগাম কোনো বার্তা ছাড়াই হঠাৎ করে ট্রেনটি ছেড়ে দেয়া হয়। এরপর ট্র্রেনটি গাইবান্ধার ত্রিমোহনি রেল স্টেশনে পৌঁছিলে সেখানে র্যাব আবারো ট্রেনটিতে অভিযান চালান। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
গাইবান্ধা স্টেশন মাস্টার আবুল কাশেম আগাম বার্তা ছাড়াই ট্রেন ছেড়ে দেয়ার বিষয়টি স্বীকার করে জানান, র্যাবের অভিযান দেখে হঠাৎ করেই ট্রেনটি ছেড়ে দেয়া হয়। তবে ট্রেনের চালক ও দায়িত্বরত গার্ড কেন এমন করলেন তা জানাতে পারেননি তিনি।
অমিত দাশ/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রচারণায় প্লাস্টিক সামগ্রী ব্যবহার, জামায়াত প্রার্থীকে শোকজ
- ২ শুধু সৎ ও যোগ্য লোক দিয়ে সরকার চলে না: জামায়াত প্রার্থী
- ৩ পদত্যাগ করে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করলেন ৪ বিএনপি নেতা
- ৪ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৫ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও