ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খোলপেটুয়া নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৮:৩২ পিএম, ২৬ ডিসেম্বর ২০২২

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ঝাঁপালী এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে খোলপেটুয়া নদীর খেয়াঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

ওই ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। তার পরনে ছিল লুঙ্গি ও গেঞ্জি।

ঝাঁপালী গ্রামের মিজানুর রহমান জানান, নদীতে ভাটা শুরু হলে ভেসে আসা মরদেহটি ঝাঁপালী খেয়াঘাটের পাশে আটকে যায়। এসময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জাগো নিউজকে জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আহসানুর রহমান রাজীব/এসআর/এএসএম