কুমার নদীর পাড়ে মিললো মাথার খুলি
ফরিদপুরের মধুখালী উপজেলায় কুমার নদীর পাড় থেকে মানুষের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম গোন্দারদিয়া এলাকার চন্দনা-বারাশিয়া নদীর পাড় থেকে এগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চন্দনা-বারাশিয়া নদীর পাড়ে শিশু বাচ্চারা খেলাধুলা করছিল। এসময় নদীর পাড়ে থাকা একটি বস্তায় মানুষের খুলি দেখতে পায় তারা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। দুপুরের দিকে পুলিশ হাড়গোড় উদ্ধার করে থানায় নিয়ে আসে।সিআইডির ক্রাইম সিনের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, ধারণা করা হচ্ছে ৭-৮ মাস আগে ওই ব্যক্তিকে বস্তায় ভরে পানিতে ভাসিয়ে দেওয়া হয়। পরে ভাসতে ভাসতে হয়তো ওই এলাকায় এসে কুমার নদীর কূলে আটকে যান।
হাড়গোড়গুলো ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
এন কে বি নয়ন/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে