ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ীতে অস্ত্র-গুলি উদ্ধার

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ১০:০১ পিএম, ২৬ ডিসেম্বর ২০২২

রাজবাড়ীর কালুখালী উপজেলায় দুটি বিদেশি পিস্তল, তিনটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগজিন, ১০ রাউন্ড গুলি ও একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কালুখালী উপজেলার হঠাৎপাড়া এলাকার রবিনের বাড়িতে অভিযান চালায় ডিবি। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রবিন ও তার সহযোগীরা অস্ত্র ও গুলি ফেলে পালিয়ে যান। পরে ডিবি ওই অস্ত্র, গুলি উদ্ধার করে।

সোমবার রাত পৌনে ৮টার দিকে রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, রবিন ও তার সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে কালুখালী থানায় একটি মামলা হয়েছে। এছাড়া রবিনের বিরুদ্ধে আগে থেকেই মামলা আছে।

রুবেলুর রহমান/এমআরআর/এএসএম