ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

যাত্রীবেশে অটোরিকশায় ওঠেন ২ ছিনতাইকারী, ছুরিকাঘাতে চালককে হত্যা

উপজেলা প্রতিনিধি | হিলি (দিনাজপুর) | প্রকাশিত: ১১:১৮ এএম, ২৭ ডিসেম্বর ২০২২

দিনাজপুরের হিলিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

নিহত মফিজার রহমান (৬০) উপজেলার মুহাড়া পাড়া এলাকার আজিজার রহমানের ছেলে।

সোমবার (২৬ ডিসেম্বর) গভীর রাত পৌনে একটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ মফিজারের মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, হিলির চার মাথা থেকে দুই যাত্রী নিয়ে ছাতনি এলাকায় যাচ্ছিল মফিজার রহমান। পথে ঘোড়াঘাট-হিলি আঞ্চলিক সড়কের চৌমুহিনী এলাকায় অটোতে থাকা দুই যাত্রী চালকের পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম জাগো নিউজকে বলেন, জাতীয় জরুরি সেবার মাধ্যমে জানতে পেরে মফিজারের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের জন্য এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মো. মাহাবুর রহমান/এমআরআর/এএসএম