সব্যসাচী লেখকের জন্মদিনে কুড়িগ্রামে সৈয়দ হক মেলা
কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের বরপুত্র সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৭তম জন্মদিনে দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদ, কুড়িগ্রাম। সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদের আহ্বায়ক ইউসুফ আলমগীর ও সদস্য সচিব সাম্য রাইয়ানের সঞ্চালনায় এ মেলা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠের বট চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কবিকে শ্রদ্ধা জানাতে ৮৭টি ফানুস উড়িয়ে মেলার সমাপনী ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কবি সৈয়দ শামসুল হকের ছেলে দ্বিতীয় সৈয়দ হক, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যাক্ষ মীর্জা মো. নাসির উদ্দীন, অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, শ্যামল ভৌমিক, আহসান হাবিব নিলু, জ্যোতি আহমেদসহ প্রমুখ।
এ সময় কবিপুত্র দ্বিতীয় সৈয়দ হক বলেন, বাবার স্মরণে কুড়িগ্রামে এই প্রথম সৈয়দ হক মেলা অনুষ্ঠিত হলো। এই মেলাকে ঘিরে কুড়িগ্রামের মানুষের উপস্থিতি সত্যিই মনে রাখার মতো। বিশেষ করে সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদের আহ্বায়ক ইউসুফ আলমগীরসহ মেলার সঙ্গে জড়িত সবার প্রতি ধন্যবাদ জানান তিনি।

সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদের আহ্বায়ক ইউসুফ আলমগীর বলেন, বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের স্মরণে দিনব্যাপী সৈয়দ হক মেলার আয়োজন করেছি। আগামীতে তিন দিন কিংবা সপ্তাহব্যাপী এ মেলার আয়োজন করবো।
দিনব্যাপী এ মেলায় কবির স্মরণে কবির গান, কবিতা, কবির আত্মজীবনী নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। এছাড়াও লেখক ও কবিদের স্বরচিত সাহিত্য পাঠের আসর জমে সাহিত্য মেলায়।
ফজলুল করিম ফারাজী/এফএ/এমএস