ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বান্দরবানে ৫ দিন ধরে নিখোঁজ ২ কিশোরী

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০৮:২২ পিএম, ২৭ ডিসেম্বর ২০২২

বান্দরবান সদর উপজেলায় নিখোঁজের পাঁচদিনেও সন্ধান মেলেনি দুই কিশোরীর। এ ঘটনায় রোববার (২৫ ডিসেম্বর) সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছে তাদের পরিবার।

নিখোঁজ দুই কিশোরী হলো- বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়ন পরিষদের কাইচতলি এলাকার বাসিন্দা সৈয়দুর রহমানের মেয়ে ইয়াছমিন আক্তার (১৬) ও একই এলাকার আবদুর রশিদের মেয়ে সাদিয়া (১২)।

সাদিয়ার মা খদিজা বেগম বলেন, ‘চট্টগ্রামের সাতকানিয়ার বারদোনা দক্ষিণ রুপকানিয়া সাহা মাজিদিয়া পাড়া এলাকার মতিউর রহমানের ছেলে নিজাম উদ্দিন ও তার স্ত্রী মুন্নি আকতার গত সাত মাস ধরে তাদের বাসায় ভাড়া থাকতেন। ২৩ ডিসেম্বর মুন্নি ও নিজাম তার মেয়েকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা নিষেধ করি। এরপর আমি কাজে চলে যাই। কাজ শেষে বাড়ি ফিরে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি করেও সন্ধান পাইনি। পরে শুনি এলাকার আরেক মেয়েকেও পাওয়া যাচ্ছে না।’

খদিজা আরও বলেন, ‘স্থানীয়দের কাছে জানতে পারি অমাদের ভাড়াটিয়া মুন্নি ও নিজামের সঙ্গে অটোরিকশায় যেতে দেখা গেছে তাদের। আমার ভাড়াটিয়ারাও বাসায় নেই। তাদের মোবাইল ফোনও বন্ধ রেখেছে। উপায় না পেয়ে স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিনকে জানালে পুলিশকে জানাতে পরামর্শ দেন। ২৫ ডিসেম্বর থানায় অভিযোগ দেই। এখনো তাদের সন্ধান পাইনি।’

নিখোঁজ ইয়াছমিনের বাবা সৈয়দুর রহমান বলেন, ‘বেড়াতে যাওয়ার কথা বলে দুই মেয়েকে নিয়ে গেছে মুন্নি ও নিজাম। তাদের নম্বরও বন্ধ। থানায় অভিযোগ দিয়েছি।’

স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন জাগো নিউজকে বলেন, বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে আবদুর রশিদের মেয়ে সাদিয়া ও সৈয়দুর রহমানের মেয়ে ইয়াছমিনকে ভাড়াটিয়া নিজাম ও তার স্ত্রী মুন্নি নিয়ে গেছে বলে জেনেছি। পরে তাদের দুই পরিবারকে থানায় জানাতে পরামর্শ দেই।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম জাগো নিউজকে জানান, নিখোঁজের অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিস্তারিত পরে জানানো হবে।

নয়ন চক্রবর্তী/এসজে/এমএস