দাওয়াত খেয়ে ফেরার পথে সেচযন্ত্রে ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যু
সেচযন্ত্রে ওড়না প্যাঁচিয়ে শিশু ইয়াসফির মৃত্যু হয়
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সেচযন্ত্রে ওড়না পেঁচিয়ে ইয়াসফি (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ইয়াসফি ওই গ্রামের জসীম উদ্দিনের মেয়ে ও আখাউড়ার খড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
সদর থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ফুপুর বাড়ি আখাউড়া রানীখার গ্রাম থেকে দাওয়াত খেয়ে চাচির সঙ্গে আসার পথে ইয়াসফি দুর্ঘটনার শিকার হয়। রাস্তার মাঝে থাকা মজনু মিয়ার সেচযন্ত্রটি পার হওয়ার সময় পা পিছলে পড়ে যায়। এ সময় তার ওড়না সেচযন্ত্রে প্যাঁচিয়ে যায়। ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।
আবুল হাসনাত মো. রাফি/এসজে/এমএস