ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মুন্সিগঞ্জে ইটভাঙার গাড়ি খাদে পড়ে চালক-সহকারী নিহত

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ২৭ ডিসেম্বর ২০২২

মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলায় ইটভাঙার গাড়ি খাদে পড়ে চালক ও সহকারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার মধ্যপাড়া বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পশ্চিম শিয়ালদি গ্রামের জামাল ব্যাপারীর ছেলে ইটভাঙার গাড়ির চালক মো. খলিল (৪০) এবং পার্শ্ববর্তী লৌহজং উপজেলার কড়ারবাগ গ্রামের মো. সিরাজের ছেলে চালকের সহকারী মো. মিজান (২৯)।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জাগো নিউজকে বলেন, বিকেল ৩টার দিকে মধ্যপাড়া গ্রাম থেকে ইটভাঙার গাড়িটি কড়ারবাগ গ্রামে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মো. খলিল। গুরুতর আহত অবস্থায় গাড়িতে থাকা মিজানকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান মিজান।

আরাফাত রায়হান সাকিব/এসজে/এমএস