স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সন্তানসহ বিষপান, সন্তানের মৃত্যু
ফাইল ছবি
ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের গোপালপুর এলাকায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে দুই বছরের সন্তানসহ কীটনাশক পান করেন স্বামী হান্নান শেখ (৪০)। পরে তাদের দুজনকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভোরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সন্তান আয়ান শেখের(২) মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে স্ত্রী সুফিয়া বেগমের (২৮) সঙ্গে ঝগড়া করে স্বামী হান্নান শেখ নিজে ঘাস মারার কীটনাশক পান করেন। এ সময় তার সন্তান আয়ানকেও বিষপান করান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্বামী হান্নান শেখ নিজে ও তার দুই বছরের শিশু সন্তান আয়ান শেখকে ঘাস মারার কীটনাশক পান করান। পরে অসুস্থ অবস্থায় তাদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালটিতে কয়েকদিনের চিকিৎসার পরও অবস্থার অবনতি হলে তাদের দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্তান আয়ানের মৃত্যু হয়।
তবে হান্নান শেখ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হয়েছে।
এন কে বি নয়ন/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে