মেরামতের অভাবে সড়ক অচল : দুর্ভোগ চরমে
ঝিনাইদহ সদর উপজেলার টিকারী-লক্ষ্মীপুর সড়কটি ৫ বছর যাবৎ মেরামত না করার কারণে তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। যেখানে সেখানে খানা-খন্দ ও রাস্তার দুই পাশ ভেঙে পড়ায় জনেণের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার ১৩ নং ফুরসন্দী ইউনিয়নের টিকারী ভায়া লক্ষ্মীপুর বাজার পর্যন্ত জনবহুল সড়কটি পাঁচ বছরেও মেরামত হয়নি। এ রাস্তার পাশে ৩টি বড় বাজার থাকায় কমপক্ষে পনের হজার মানুষ রাস্তাটি ব্যবহার করছে দীর্ঘদিন যাবৎ। মাঝে মাঝে যানবহনের বিভিন্ন সরঞ্জামাদি ভেঙে দুর্ঘটনার শিকারও হচ্ছেন। বর্তমানে সড়কটি দিয়ে বাইসাইকেল যাওয়াও প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
ফুরসন্ধী ইউনিয়নের চেয়ারম্যান শহীদ শিকদার জানান, এই ইউনিয়নসহ এই গ্রামগুলো ঝিনাইদহ জেলার শেষ সীমান্তবর্তী এলাকা হওয়াতে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কোন বড় ধরনের যানবাহন চলাচল করতে পারছে না এই সড়কটি দিয়ে। প্রতিনিয়ত ব্যবসার ক্ষতি হচ্ছে। প্রায়ই দুর্ঘটনার শিকারও হচ্ছেন সাধারণ জনগণ।
তিনি আরও বলেন, তিনি ব্যক্তিগতভাবে কয়েক বার উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলেছেন। আশা করা যায়, খুব শিগগিরই এই জনবহুল সড়কটির মেরামত করা হবে।
এফএ/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ