ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাত ২টা থেকে বন্ধ দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৮:২৭ এএম, ২৯ ডিসেম্বর ২০২২

ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এসময় নদী পারের অপেক্ষায় থেকে শীতের মধ্যে ভোগান্তিতে পড়েছেন যাত্রী, যানবাহনের চালক ও সহকারীরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন জাগো নিউজকে বলেন, বুধবার দিনগত রাতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে আসলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। বর্তমানে এ রুটে ছোট বড় ১১টি ফেরি চলাচল করছে।

রুবেলুর রহমান/জেএস/এএসএম