ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা, বিপাকে খেটে খাওয়া মানুষ

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ১১:৩৮ এএম, ২৯ ডিসেম্বর ২০২২

শীতে কাঁপছে দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। এ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতায় বিপাকে পড়েছে এ জেলার দরিদ্র খেটে খাওয়া মানুষ।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে। সকাল ৯টায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান জাগো নিউজকে বলেন, সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন।

বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪ শতাংশ। জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সঙ্গে আছে হিমেল হাওয়া। তাপমাত্রা আরও কমতে পারে।

জেএস/বিএ/এএসএম