ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ১১:১৯ এএম, ৩০ ডিসেম্বর ২০২২

মৃদু শৈত্যপ্রবাহের কবলে উত্তরের জেলা পঞ্চগড়। সপ্তাহজুড়ে প্রায় প্রতিদিন বিকেল থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকে এলাকা। উত্তরের হিমশীতল বাতাসে বাড়ে শীতের প্রকোপ। তবে দুপুরের দিকে সূর্যের আলো ছড়িয়ে পড়লে শীতের প্রকোপ কমে যায়।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে সর্বনিম্ন ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এর আগে বুধবার সর্বনিম্ন ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

Panchagarh2.jpg

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জাগো নিউজকে বলেন, শৈত্যপ্রবাহ শুরু হলেও শুক্রবার সকালের পর থেকে জেলার সর্বত্র ঝলমলে রোদ দেখা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস ও স্থানীয় সূত্র জানায়, কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ এর মধ্যে থাকলে সেই এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলে। সর্বনিম্ন তাপমাত্রা ৮ এর নিচে এবং ৬ এর উপরে থাকলে বলা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। চলমান শৈত্যপ্রবাহে প্রতিদিন সকাল ৯টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হয়। কনকনে শীতের সঙ্গে দুর্ভোগ বেড়েছে রিকশা, ভ্যানচালক আর খেটে খাওয়া মানুষের। বিশেষ করে কষ্ট বেড়েছে কৃষি ও পাথর শ্রমিকদের।

সফিকুল আলম/জেএস/এমএস