ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ০৮:৪৮ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশমাইল মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোসলেম উদ্দিন (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোসলেম উদ্দিন (৫৫) নগরঘাটা ইউনিয়নের মঠবাড়ি গ্রামের মৃত. ইয়ামুদ্দিনের ছেলে।

পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, সাতক্ষীরাগামী একটি ট্রাক ত্রিশমাইল এলাকায় বাইসাইকেল আরোহী মোসলেম উদ্দিনকে চাপা দেয়। এ সময় চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোসলেম উদ্দীনের মৃত্যু হয়। মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় ট্রাক চালক সিরাজুল ইসলামকে (৩৫) আটক করা হয়েছে।

এসএস/এবিএস