বান্দরবানে কাঠ বোঝাই ট্রাকের ধাক্কায় পর্যটক নিহত
নিহত পর্যটক জয় রাজ দাশ।
বান্দরবানে কাঠ বোঝাই ট্রাকের ধাক্কায় জয় রাজ দাশ (২২) নামে এক পর্যটক নিহত হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টায় থানচি বিদ্যামনি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জয় রাজ দাশ (২২) চট্টগ্রামের রাঙ্গুনিয়া মহাজন বটতল এলাকার অমল দাশের ছেলে ও বিডি চুইডিস পলিটেকনিক ইনস্টিটিউটের অটো মোবাইল শাখার ৩য় বর্ষের ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শী মো. মনির জানান, থানচি চেকপোস্ট এলাকা থেকে আটটি মটরবাইক নিয়ে বড়াতে যান। যাত্রাপথে বিদ্যামনি পাড়া এলাকায় গাছ বোঝাই ট্রাকের (চট্ট মেট্রো ট -১১-০৭৩০) সঙ্গে ধাক্কা লাগে পড়ে গেলে ট্রাকটি জয় রাজের উপর দিয়ে চলে যায়। এতে বুক ও পেট চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার দিদারুল আলম জানান, মৃত অবস্থায় সাড়ে ৩টার সময় তাকে হাসপাতালে আনা হয়েছিল।
বান্দরবান সদর থানার এএসআই কারিমুজ্জামান জাগো নিউজকে জানান, মরদেহ বান্দরবান সদর হাসপাতাল মর্গে রাখা আছে। ময়না তদন্ত ও আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
নয়ন চক্রবর্তী/এএইচ/এএসএম