ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পদ্মার চরে ঘুড়ি ও ফানুস উৎসবে আনন্দের ঢল

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০২২

ফরিদপুরে পদ্মার চরের ধলার মোড়ে হয়ে গেলো ঘুড়ি ও ফানুস উৎসব। ‘চলো হারাই শৈশবে’ শিরণামে উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের ধলার মোড়ে এই ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে ঘুড়ি উৎসবের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন নবাগত জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

‘ফরিদপুর সিটি’ ফেসবুক পেজের আয়োজনে ঘুড়ি ও ফানুস উৎসবে নানা বয়সী ও শেণিপেশার মানুষ অংশ নেয়। বিকেল থেকে শুরু হওয়া ঘুড়ি উৎসব চলে রাত ৮টা পর্যন্ত। সন্ধ্যায় মশাল জ্বালিয়ে ও আকাশে ফানুস উড়িয়ে উৎসব আনন্দ ভাগাভাগি করে নেন সকলে।

উৎসবে কয়েক শতাধিক প্রতিযোগী বিভিন্ন আকার, আকৃতি ও রঙ-বেরঙের ঘুড়ি নিয়ে অংশ নেন। এর মধ্যে ছিল মাছ, ঈগল, লেজযুক্ত ঘুড়ি, প্রজাপতি, চিল, লেজছাড়া ঘুড়ি প্রভৃতি। কয়েকশ দর্শনার্থীর উপস্থিতিতে ওই এলাকা আরও উৎসবমুখর হয়ে ওঠে।

কলেজছাত্রী অরিন জামান হ্রদি জাগো নিউজকে বলেন, আমি কয়েক বছর ধরে এই ঘুড়ি উৎসবে আসি। অন্যবার থেকে এবার বেশি মানুষের সমাগম ঘটেছে। আয়োজনও ছিলো জাঁকজমকপূর্ণ। বেশ ভালো লেগেছে।

সুফিয়া আক্তার জাগো নিউজকে বলেন, অন্যবারের থেকে এবার ভিন্ন রকম ও ভালো আয়োজন হয়েছে। আমদের খুব আনন্দ হয়েছে।

‘ফরিদপুর সিটি’ ফেসবুক পেজের উদ্যোক্তা এমদাদুল হাসান জাগো নিউজকে বলেন, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ঘুড়ি ওড়ানো এখন একটি উৎসব। এটি ধরে রাখতে ও জনপ্রিয় করতে আমরা ষষ্ঠবারের মতো ঘুড়ি উৎসবের আয়োজন করেছি। হাতে তৈরি ঘুড়ি নিয়ে শতাধিক ঘুড়ি শিল্পী এ প্রতিযোগিতায় অংশ নেয়। তিনজন ঘুড়ি শিল্পীকে পুরস্কৃত করা হবে। রাতে ফানুস ও আতশবাজিতে পুরো এলাকা আলোকিত হয়ে পড়ে।

ফরিদপুরের টিআই প্রশাসন তুহিন লস্কর জাগো নিউজকে বলেন, ফরিদপুর সিটি ফেসবুক পেজের উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই এমন একটি ব্যতিক্রমী উৎসবের আয়োজন করায়। আমার পরিবারের সদস্যরাও এসেছে। সবাই মিলে বেশ আনন্দ করেছি। বেশ ভালো লেগেছে।

ঘুড়ি উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান, পৌর মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী ও ফরিদপুর সিটি পেজের সদস্যরা।

এন কে বি নয়ন/এফএ/এএসএম