ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাকা ফেটে প্রাণ গেলো ট্রলিচালকের

উপজেলা প্রতিনিধি | (হিলি) দিনাজপুর | প্রকাশিত: ০৮:১৭ এএম, ৩১ ডিসেম্বর ২০২২

দিনাজপুরের নবাবগঞ্জে ইঞ্জিনচালিত ট্রলির চাকা ফেটে মনিরুল ইসলাম (২৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রেজাউল ইসলাম ও ইমরান হোসেন নামের দুজন আহত হয়েছেন।

শুক্রবার ( ৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ভাদুরিয়া-নবাবগঞ্জ সড়কের আখিরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মনিরুল ইসলাম উপজেলার উত্তর মুরাদপুরের দক্ষিণ পাড়ার মো. মানিক মিয়ার ছেলে। তিনি ওই ট্রলির চালক ছিলেন। আহত রেজাউল ইসলাম ও ইমরান হোসেন উপজেলার হরিনাথপুর গ্রামের বাসিন্দা।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মাহমুদুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ভাদুরিয়া থেকে একটি খড়বোঝাই ট্রলি নবাবগঞ্জের দিকে আসছিল। পথে আখিরা এলাকায় খড়বোঝাই ট্রলিটির সামনের চাকা ফেটে ঝুড়ি ভেঙে যায়। এসময় মাথায় আঘাত পেয়ে ট্রলির চালক ঘটনাস্থলে মারা যান। একই সময় মোটরসাইকেল নিয়ে রেজাউল ইসলাম ভাদুরিয়াবাজারের দিকে যাচ্ছিলেন। এসময় তিনি ওই ট্রলিটির সঙ্গে ধাক্কা খেয়ে ট্রলিচালকের সহকারীসহ রাস্তার পাশে ছিটকে পড়ে। স্থানীয়রা আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে সড়ক দুর্ঘটনায় একজন নিহতের সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহত মনিরুল ইসলামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর ট্রলিটি ঘটনাস্থলে নষ্ট হয়ে যাওয়ায় সেটি স্থানীয় ইউপি সদস্যের হেফাজতে রাখা হয়েছে।

মো. মাহাবুর রহমান/জেএস/জেআইএম