বাড়ির ভাড়া নিয়ে বিরোধ, দরজা ভেঙে কুপিয়ে হত্যা
নিহত নুরুল কবির
বাড়ি ভাড়া নিয়ে দ্বন্দ্বে নুরুল কবির (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এসময় গুরুতর আহত হয়েছেন নিহতের ছেলে নুরুল আবছার।
শুক্রবার (৩০ ডিসেম্বর) দিনগত রাতে কক্সবাজারে মহেশখালীর মাতারবাড়িতে ঘটেছে এ ঘটনা। নিহত নুরুল কবির মাতারবাড়ির বাংলাবাজার এলাকার মৃত জেবর মুল্লুকের ছেলে। আহত নুরুল আবছার সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ সরওয়ার বলেন, মাতারবাড়ি বাংলাবাজার এলাকায় পাবলিক স্কুলের পাশে একটি পুকুর পাড়ের জমি নিয়ে স্থানীয় দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জমিতে থাকা দুটি বাড়ির ভাড়া নিয়ে বিরোধ চরমে ওঠে। এর জেরে শুক্রবার রাতে প্রথমে আয়ুব আলী নামে একজনকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের নুরুল কবিরসহ অন্যরা। পরে রাতেই তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও বলেন, অনেকটা গোপনে আয়ুব আলীকে হাসপাতালে নেওয়া হয়। এরপর তার স্বজনরা দলবল নিয়ে নুরুল কবিরের বাড়ি ভাঙচুর করে। বাড়ির লোকজন ভেতর থেকে দরজা বন্ধ করে নিজেদের রক্ষার চেষ্টা চালায়। হামলাকারীরা দরজা ভেঙে ভেতরে নুরুল কবিরকে পেয়ে কুপিয়ে হত্যা করে। তাকে বাঁচাতে এসে তার ছেলে আবছারও হামলার শিকার হন।
এবিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সায়ীদ আলমগীর/জেএস/এমএস