ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘দস্যুতা ছাড়লেই মিলবে চাকরি’

উপজেলা প্রতিনিধি | মোংলা (বাগেরহাট) | প্রকাশিত: ০৪:০৬ পিএম, ৩১ ডিসেম্বর ২০২২

যেসব বন-জলদস্যু নতুন করে ভুল পথে পা বাড়িয়েছেন তারা আত্মসমর্পণ করতে চাইলে আবারো সুযোগ দেওয়া হবে। দস্যুতা ছাড়লে বেসরকারি চাকরির পাশাপাশি তাদের সন্তানদের পুলিশে চাকরির সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন বাগেরহাট জেলা পুলিশ সুপার কে এম আরিফুল হক।

তিনি বলেন, কাউকে (দস্যু) ধরে জেলে দেওয়ার চেয়ে তার ভুল সংশোধনের জন্য সুযোগ দিই আর তাতে ভালো কিছু হলে সেটাই সার্থকতা।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর সোয়া ১টায় মোংলার দিগরাজ বাজারে সুন্দরবনের মৎস্য, কাঁকড়া শিকারি, জেলে ও আত্মসমর্পণকৃত দস্যুদের সঙ্গে আইনশৃঙ্খলা ও জীববৈচিত্র্য সংরক্ষণে মতবিনিময় সভায় পুলিশ সুপার এসব কথা বলেন।

jagonews24

তিনি আরও বলেন, আত্মসমর্পণকারীদের মধ্যে কেউ কেউ আবার নতুন অনেকে সুন্দরবনে দস্যুতা চালাচ্ছেন। তাদের জন্য পরিষ্কার ম্যাসেজ হলো অপরাধী যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। যে কোনো মূল্যে তাদের আইনের আওতায় আনা হবে। আর যার পরিণতিও হবে ভয়াবহ। সুতরাং নতুন করে অপরাধে না জড়িয়ে আত্মসমর্পণ ও পুনর্বাসনের সুযোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

পুলিশ সুপার আরিফুল হক বলেন, দাদন ও মহাজন ব্যবসা আইনত বেআইনি। এটা যারা করেন তারাও সর্তক ও ভালো পথে চলে আসেন। যারা দাদন দেন এবং মহাজনী করেন তারাই দস্যুদের লালনপালন ও আশ্রয়প্রশ্রয় দিয়ে থাকেন। এ নিয়েও কাজ করছে পুলিশ।

আবু হোসাইন সুমন/এসজে/জিকেএস