নোয়াখালীতে ১১০০ পরিবারকে শীতবস্ত্র দিলেন সেনাপ্রধান
অসহায়দের হাতে শীতবস্ত্র তুলে দিচ্ছেন সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ
নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক হাজার ১০০ পরিবারকে শীতবস্ত্র দিয়েছেন সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।
শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলার স্বর্ণদ্বীপে শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন শেষে তিনি শীতবস্ত্র বিতরণ করেন।

সেনাবাহিনী সূত্র জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর ১০১ পদাতিক ব্রিগেডের আয়োজনে ও ৩৩ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় কক্সবাজার জেলার শ্যামলাপুর ও নোয়াখালীর স্বর্ণদ্বীপে অসহায়দের শীতবস্ত্র দিয়েছেন সেনাপ্রধান। পাশাপাশি শীতকালীন প্রশিক্ষণ এলাকায় অসহায়, দুঃস্থ ও গরীব মানুষের মধ্যে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পও চালু করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ মেশিন ট্যুলস ফ্যাক্টরি মেজর জেনারেল সুলতানুজ্জামান মো. ছালেহ উদ্দিন, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মো. ফখরুল আহসান প্রমুখ।
ইকবাল হোসেন মজনু/এসজে/এএসএম