ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

থার্টিফার্স্ট নাইট-বর্ষবরণে দিনাজপুরে ফুল কেনার ধুম

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৬:০৭ পিএম, ৩১ ডিসেম্বর ২০২২

থার্টিফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষের প্রথম প্রহর উদযাপনে মেতে উঠেছে দিনাজপুর। পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণে নানান আয়োজন মানুষের। পাড়ায় মহল্লায় চলছে পিকনিকের ধুম।

প্রিয়জনের জন্য ফুল কিনছেন সব বয়সের মানুষ। শনিবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় গণেশতলা মডার্ন মোড়ে ফুলের দোকানে গিয়ে দেখা যায় ফুল কিনতে আসা নানান বয়সের মানুষকে। পছন্দের তালিকায় রয়েছে লাল, সাদা, হলুদ, মিষ্টি, গোলাপী ও থাই গোলাপ। তবে অন্যান্য ফুলও বিক্রি হচ্ছে পুরোদমে।

প্রিয়জনদের জন্য ফুল কিনতে এসেছিলেন মিসেস মমতাজ বেগম। তিনি বলেন, ছেলে মেয়ে স্বামীসহ প্রিয়জনদের জন্য ফুল কিনছি। নতুন বছরের প্রথম প্রহরে প্রিয়জনদের ফুল দিয়ে ইংরেজি নববর্ষ উদযাপন করবো।

মায়ের সঙ্গে ফুল কিনতে এসেছে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রুদ্র। কার জন্য ফুল নিচ্ছ প্রশ্ন করতেই বলে উঠলো, আমার ছোট ভাই ও বাবা মায়ের জন্য।

জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা মিনারা পারভীন ও বিশিষ্ট নাট্যকার, অভিনেতা তারেকুজ্জামান তারেক দম্পতি এসেছিলেন ফুল কিনতে। ছবি তুলতেই বললেন, আজ আমাদের বিবাহ বার্ষিকী, তাই ফুল কিনতে এসেছি। কী ভাগ্য আমাদের, আপনাদের ক্যামেরায় বন্দি হয়ে গেলাম। রঙিনভাবে দেখতে পাব নিজেদের!

ফুল ব্যবসায়ী মাধবী ফুল বিতানের বেলাল হোসেন, মালঞ্চ ফুলের দোকানের খুরশিদ আলম, শুভ ফুল বিতানের সুজন এবং পুষ্প ফুল বিতানের রমজান উল্লাহ বলেন, এবার দিনাজপুরে শীত বেশি পড়েছে। আবার শনিবার স্কুল কলেজ সব বন্ধ, তাই বেচা-কেনা একটু কম। সন্ধ্যার পর হয়তো বাড়বে। তবে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে।

এমদাদুল হক মিলন/এফএ/এএসএম