ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নাইজেরিয়ান ৯ ফুটবলারের পায়ের জাদুতে মুগ্ধ ৩০ হাজার দর্শক

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৮:২৮ পিএম, ৩১ ডিসেম্বর ২০২২

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে একটি দলের হয়ে ছয় ও ওপর দলের হয়ে তিনজন নাইজেরিয়ান খেলেছেন। এই বিদেশিদের খেলা দেখতে টিকিট কেটে ভিড় করেছেন প্রায় ৩০ হাজার উৎসুক জনতা।

শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার ভোলাহাট উপজেলায় পাবলিক ক্লাব মাটে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

jagonews24

মাঠে গিয়ে দেখা যায়, আশপাশের ইউনিয়নের শিশু, কিশোর, বৃদ্ধসহ বিভিন্ন বয়সী দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মাঠ। খেলা শুরু হতে না হতেই মাঠের আশেপাশের আম গাছে উঠেও খেলা উপভোগ করেন দর্শকরা।

রিসার্চ, সামসা, এমাকা, উবা, বেলাল, বাঞ্জি এই ছয় নাইজেরিয়ান বিএসডি ঢাকা ফুটবল দলের হয়ে অংশ নেন। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ভোলাহাট ভুটানিবাজার ফুটবল দল। তাদের পক্ষেও তিনজন নাইজেরিয়ান খেলোয়াড় অংশ নেন।

jagonews24

খেলা দেখতে আসা আসমাউল নামে এক মুদি দোকানদার বলেন, বিদেশিদের খেলা টিভিতে দেখেছি। তবে সরাসরি দেখার ইচ্ছা ছিল। সেই ইচ্ছা আজ পূরণ হলো। এক কথায় তাদের খেলা দেখে আমরা মুগ্ধ। খুব ভালো লেগেছে।

আসাদুল নামে এক কলেজছাত্র বলেন, বিকেলে প্রাইভেট পড়ে খেলা দেখতে এসেছি। ৯ নাইজেরিয়ান খেলোয়াড়ের পায়ের জাদু দেখলাম। খুব ভালো লেগেছে। তবে এত মানুষ হয়েছে যে ভালো করে খেলা দেখতে পাইনি। এই মাঠে এত মানুষ এর আগে কোনোদিন হয়নি। কমপক্ষে ৩০-৩৫ হাজার মানুষ তো হবেই।

খেলায় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

jagonews24

বিশেষ অতিথি ছিলেন ভোলাহাট উপজেলা চেয়ারম্যান মো. রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাবাসসুম, ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়াসিন আলী শাহসহ অন্যরা।

টুর্নামেন্টের আয়োজক ও সভাপতি আনোয়ার হোসেন রজব বলেন, টুর্নামেন্টে ২৪টি দল অংশ নেয়। ফাইনাল খেলায় বিএসডি ঢাকা ফুটবল দল ট্রাইব্রেকারে ফুটানিবাজার ফুটবল দলকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এর আগে নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোল ড্র হলে জয় পরাজয় নিশ্চিতে ট্রাইব্রেকারে গড়ায় খেলাটি।

সোহান মাহমুদ/এমআরআর/জিকেএস