পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি মিঠু, সম্পাদক তানভীর
সভাপতি মিঠু, সম্পাদক তানভীর
পিরোজপুর প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ ডিসেম্বর) সকালে প্রেস ক্লাব মিলনায়তনে ক্লাব সভাপতি এসএম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সম্পাদক এস এম তানভীর আহম্মেদ।
নির্বাচনে সভাপতি পদে শফিউল হক মিঠু (জনকণ্ঠ) নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কপিল উদ্দিন মাহমুদ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন-সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ (বাংলাদেশ প্রতিদিন), সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ (বাংলা টিভি ও খবরপত্র), সহ-সভাপতি খেলাফত হোসেন খসরু (আমাদের অর্থনীতি), যুগ্ম সম্পাদক জিয়াউল হক (সময় টিভি), কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম হাসান(দেশ টিভি), দপ্তর সম্পাদক মো. তামিম সরদার (ইন্ডিপেনডেন্ট টিভি), সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দীপঙ্কর মাতা মিন্টু (দৈনিক খবর বাংলাদেশ), ক্রীড়া সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন (সাপ্তাহিক বলেশ্বর), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ আবু মোঃ জুবায়ের জনি (সাপ্তাহিক পিরোজপুর বাণী ), নির্বাহী সদস্য মাহমুদ হোসেন (বাংলাদেশ বেতার), গৌতম চৌধুরী (বাসস), এম.এ রব্বানী ফিরোজ (দৈনিক খবর), হাসান মামুন (দৈনিক আলোকিত বাংলাদেশ), ওয়াহিদ হাসান বাবু (আমাদের নতুন সময়), মোস্তাফিজুর রহমনা বিপ্লব(দৈনিক গ্রামের কাগজ), মাহমুদুর রহমান মাসুদ (দৈনিক মানবজমিন), মোঃ হাবিবুর রহমান (দি ডেইলি স্টার), অভিজিৎ মন্ডল (৭১ টিভি)।
জেএস/এমএস