ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

২৪ বছর পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০২:৫৪ পিএম, ০২ জানুয়ারি ২০২৩

২৪ বছর পর ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. ইসমাইল হোসেন ওরফে ইসরাফিল নামের এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (২ জানুয়ারি) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জামালপুর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান।

এর আগে রোববার দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ইসমাইল শেরপুর সদর উপজেলার নয়াপাড়া এলাকার মৃত সেকান্দার আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ বছর ধরে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. ইসমাইল হোসেন ওরফে ইসরাফিল মুন্সিগঞ্জের সিরাজদিখানের কুসুমপুর এলাকায় অবস্থান করছেন বলে র্যাবের কাছে খবর আসে। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মধুপুর থানায় সোপর্দ করা হয়।

সেখানে আরও বলা হয়, ১৯৯৮ সালের ৭ জুলাই ১১ বছরের শিশুকে বাড়িতে রেখে মা পাশের গ্রামে যান। এ সুযোগে পাশের বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করেন মো. ইসমাইল। পরে ভিকটিমের মা বাদী হয়ে মামলা করেন। এরপর থেকে মো. ইসমাইল হোসেন ইসরাফিল আত্মগোপনে ছিলেন।

মো. নাসিম উদ্দিন/আরএইচ/জিকেএস