ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নিখোঁজের ১৪ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৫:১২ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের ১৪ দিন পর মাইরুন নেছা নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে শিশুকে হত্যা করা হয়েছে কি-না তা নিশ্চিত করে বলতে পারছে না পুলিশ।

সোমবার রাত ৮টায় ফতুল্লার বিসিক শিল্প নগরীতে নির্মাণাধীন ফায়ার স্টেশনের পাশের একটি ডোবা থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মাইরুন নেছা ফতুল্লার শাসনগাঁও কলাবাগ এলাকার রোজিনা আক্তারের বাড়ির ভাড়াটিয়া লুৎফর রহমান ও আসমা বেগমের মেয়ে। লুৎফর রহমান বিসিকের `নিট কমপ্লেক্স` নামের এক পোশাক কারখানার নৈশ প্রহরী ও মা আসমা বেগম `জয়ার্প` নামে পোশাক কারখানায় কাজ করেন।

মা আসমা বেগম জানান, গত ৮ ফেব্রুয়ারি নিখোঁজ হয় মাইরুন নেছা। এ ঘটনায় ১০ ফেব্রুয়ারি ফতুল্লা মডেল থানায় একটি জিডি করা হয়। কিন্তু পুলিশ ওই ঘটনায় কোনো তৎপরতা দেখায়নি। এর মধ্যে তারা হারানো বিজ্ঞপ্তির লিফলেট তৈরি করে তা বিভিন্ন স্থানে সাটিয়ে দেয়া হয়।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের আগে বলা যাচ্ছে না। মরদেহ গলে পঁচন ধরে গেছে।

শাহাদাত হোসেন/এআরএ/বিএ