ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে নিতাই রায় চৌধুরী

গণতান্ত্রিক নির্বাচন হলে ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না আ’লীগ

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ০৩ জানুয়ারি ২০২৩

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ কখনই গণতান্ত্রিক নির্বাচনে ক্ষমতায় আসেনি। তারা জোর করে ভোটে জিতে ক্ষমতা দখল করে আছেন। যদি গণতান্ত্রিক নির্বাচন হয় তাহলে আগামী ১০০ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না।

বিএনপিঘোষিত আন্দোলনের ১০ দফা এবং রাষ্ট্রকাঠামো মেরামতের ২৭ দফা রূপরেখা বিষয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণধর্মী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নিতাই রায় চৌধুরী।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির ১০ দফা বা ২৭ দফা বোঝে না মন্তব্য করে নিতাই রায় চৌধুরী বলেন, তাদের রাষ্ট্রীয় কাঠামো সম্পর্কে কোনো জ্ঞানবুদ্ধি নেই। কারণ তারা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেননি। তাদের কাজই হচ্ছে জোর করে ক্ষমতায় থাকতে হবে।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে যাবে। তার আগে অবশ্যই বর্তমান পার্লামেন্ট ভেঙে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এই দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে।

এরআগে নিতাই রায় চৌধুরী বিএনপির ২৭ দফা ও ১০ দফা কর্মসূচির মূল বিষয়গুলো নেতাকর্মীদের পড়ে শোনান।

আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/এএসএম