মোবাইল ব্যবহার নিয়ে তর্ক, কিশোরের ছুরিকাঘাতে প্রাণ গেলো বড় ভাইয়ের
ফাইল ছবি
মোবাইল ব্যবহার নিয়ে তর্কের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। বুধবার (৪ জানুয়ারি) ভোরে কক্সবাজারের উখিয়ার পালংখালীর বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ভেতর এ ঘটনা ঘটে।
নিহত বড় ভাই নুর হোসেন (১৮) উখিয়ার পালংখালী ইউনিয়নের তাজনিমার খোলা এলাকার ফরিদুল আলমের ছেলে। ক্যাম্প এরিয়ার ভেতরই তাদের আদিবাড়ি হওয়ায় তারা ক্যাম্প-১৩ এর ডি ব্লক এলাকায় বাস করেন। সেখানেই এ ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।
বুধবার সন্ধ্যায় নিহতের বাবা বাদী হয়ে ছুরিকাঘাতকারি তার কিশোর ছোট ছেলের (১৫) বিরুদ্ধে উখিয়া থানায় ভাই হত্যার মামলা করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মোবাইল ব্যবহার নিয়ে কথাকাটাকাটির জেরে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ছোট ভাই, বড় ভাই নুর হোসেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নুর হোসেনের মৃত্যু হয়।
ওসি বলেন, বুধবার দুপুরে নুর হোসেনের মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন করে বিকেলেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। খুনি ছোট ভাইকে ধরতে পুলিশ প্রচেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, রোহিঙ্গা আশ্রয়শিবির গড়ে ওঠার আগে থেকেই পাহাড়বেষ্টিত তাজনিমার খোলায় স্থানীয়দের বসতি ছিল। রোহিঙ্গা ঢলের পর আশ্রয় শিবির গড়ে উঠলে স্থানীয়দের বসতিও ক্যাম্প এরিয়ার ভেতর পড়ে যায়। তাই এখনো অনেক বাংলাদেশি পরিবার সেখানে অবস্থান করছে। নিহত নুর হোসেন বাংলাদেশি। ঘটনার পর থেকে ছুরিকাঘাতকারি ছোট ভাই গা ঢাকা দিয়ে আছে।
সায়ীদ আলমগীর/এমআরআর/এএসএম