১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে গৃহকর্মী নিহত
বন্দর নগরী চট্টগ্রামে ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে এক গৃহকর্মী নিহত হয়েছে। নিহত গৃহকর্মীর নাম সুলতানা (১০)। মঙ্গলবার সকালে নগরীর খুলশি আবাসিক এলাকার ২ নম্বর রোডের ১৭ নম্বর বাড়ীতে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খুলশী আবাসিক এলাকার ২ নম্বর সড়কের ১৭ নম্বর বাড়ির ছাদ থেকে পড়ে যায় গৃহকর্মী সুলতানা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জীবন মুছা/আরএস/এবিএস