ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিলিন্ডার বিস্ফোরণে ১৫ অটোরিকশা পুড়ে ছাই

প্রকাশিত: ১০:২৪ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

লক্ষ্মীপুর সদর উপজেলার চরচামিতা বাজারে মমিন উল্লাহর গ্যারেজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৫টি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে গেছে। মঙ্গলবার ভোরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস সূত্রে জানায়, ভোরে চরচামিতা বাজারে মমিন উল্লাহর সিএনজির গ্যারেজে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন গ্যারেজের ভেতরে ছড়িয়ে পড়লে ১৫টি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Laxmipur
লক্ষীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোনায়েম হোসেন জাগো নিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ১৫টি সিএনজি পুড়ে গেছে।
 
কাজল কায়েস/এফএ/এআরএ/এবিএস