ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জামালপুরে সূর্যের দেখা মিললেও তাপ নেই, বিপর্যস্ত জনজীবন

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৪:৩১ পিএম, ০৭ জানুয়ারি ২০২৩

উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত জামালপুরের জনজীবন। গত দুই সপ্তাহে মাঝে মধ্যে সূর্যের দেখা মিললেও শীতে জবুথবু নিম্ন আয়ের মানুষ। এদিকে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যাও। খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মানুষজন। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বেশিরভাগ সময় কুয়াশার চাদরে ঢাকা থাকছে সূর্য। শনিবার (৭ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ অঞ্চলসহ জামালপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে।

স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক বলেন, শীতকালে শীত লাগবে এটাই স্বাভাবিক। তবে এমন শীত কখনও লাগেনি তাদের। সূর্য দেখা গেলেও তাপ নেই। বিছানা থেকে উঠতেই ভয় লাগে।

অটোরিকশায় চলতে চলতে কথা হয় চালক আলহাজ্ব মিয়ার সঙ্গে তিনি জানান, খেটে খাওয়া মানুষ আমরা। বাইরে বের না হলে খাবো কি। গত কয়েকদিনের শীতে আয়-রোজগার অনেক কমে গেছে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না।

জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সহকারী পরিচালক মাহফুজুর রহমান সোহান জাগো নিউজকে বলেন, প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে ঠাণ্ডাজনিত রোগ নিয়ে ভর্তি হচ্ছে মানুষ। এরমধ্যে শিশুরা ঠান্ডা-সর্দি এবং বড়রা হাঁপানি রোগ নিয়ে হাসপাতালে ছুটে আসছে। সকাল পর্যন্ত শিশু ওয়ার্ডে ৬২ জন শিশু রোগী ভর্তি আছে।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা ওমর ফারুক মুঠোফোনে জাগো নিউজকে বলেন, ১৩ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা কমবে। এরপর বাড়তে পরে।

মো. নাসিম উদ্দিন/আরএইচ/এএসএম