ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে যুবদল-ছাত্রদলের ১২ নেতাকর্মী আটক

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ০৭ জানুয়ারি ২০২৩

যশোরে যুবদল-ছাত্রদলের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ জানুয়ারি) শহরের লালদিঘির বিএনপির কার্যালয় চত্বর থেকে তাদের আটক করা হয়।

বিএনপি নেতাদের অভিযোগ, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ ও সমাবেশের ডাক দেয় যুবদল-ছাত্রদল। বিকেল ৩টার দিকে দলীয় কার্যালয়ের আশপাশের ভবনের নিচে দলীয় নেতাকর্মীরা অবস্থান নিতে থাকেন। এ সময় পুলিশ নগর যুবদলের সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ ও সাধারণ সম্পাদক এহসানুল হক সেতুসহ ১২ নেতাকর্মীকে আটক করে।

এর আগে শনিবার সকাল থেকে লাল দিঘিপাড়ের বিএনপির কার্যালয়ের সামনের দুটি সড়ক আটকে দেন। জেলা বিএনপি কার্যালয়সহ গোটা এলাকা বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

jagonews24

জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, বিএনপি নেতাকর্মীরা এক জায়গায় জড়ো হলেই সরকারের মাথায় কাজ করে না। বিভিন্ন মিথ্যা অভিযোগে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের ইতোমধ্যে কারাগারে প্রেরণও করেছে।

জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বিনা উস্কানিতে ন্যাক্কারজনকভাবে নেতাকর্মীকে আটক করেছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। তবে কতজনকে আটক করা হয়েছে সেটি বলতে পারছি না।

মিলন রহমান/আরএইচ