ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে জমির নকল তোলাকে কেন্দ্র করে গুলিবিদ্ধ ২২

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৫:০৩ পিএম, ০৯ জানুয়ারি ২০২৩

সিরাজগঞ্জে ভূমি রেজিস্ট্রি অফিস থেকে নকল তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২২ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এ ঘটনায় লাইসেন্স করা একটি বন্দুক জব্দ ও আরিফ নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন বাঐতারা গ্রামের শফিকুল, হযরত, শাহাদৎ, ইমদাদুল, ফরিদুল, রাব্বী, রাফি, আব্দুল বাসেত, মিলন, তোতা মিয়া, জাহিদ, আব্দুল ওহাব, নাইস, আব্দুল বারেক, শাহীন, ওমর ও সেলিমসহ মোট ২২ জন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করে জানান, শহরের রেজিস্ট্রি অফিস থেকে জমির নকল তুলতে রুবেল নামের একজনের কাছ থেকে ১২০০ টাকা নেন আলম মুহুরি। এ নিয়ে তাদের ঝগড়া হয়। একপর্যায়ে উভয় পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় লাইসেন্স করা একনালা এক বন্দুক থেকে গুলিবর্ষণ করা হয়। এতে ২২ জন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে রেজিস্ট্রি করা জমির নকল তোলাকে কেন্দ্র করে বাঐতারা গ্রামের হযরত আলীর ছেলে দলিল লেখক আলম হোসেনকে একই গ্রামের হেকমতের ছেলে রুবেল মারপিট করেন। ওই ঘটনার জের ধরে সোমবার দুপুর থেকেই দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। এসময় উভয় পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে রুবেল গ্রুপের পক্ষে আরিফ তার লাইসেন্স করা বন্দুক নিয়ে গুলিবর্ষণ শুরু করেন। এতে ২২ জন গুলিবিদ্ধ হন। সংঘর্ষের ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজওয়ানুল ইসলাম জাগো নিউজকে বলেন, আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এসআর/এএসএম