নদীতীরে কাদার ভেতর মিললো ৩ কেজি সোনা
ভারতে পাচারের সময় বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ৩ কেজি ৩৫৩ গ্রাম সোনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে সোনার চোরাচালানটি জব্দ করা হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
সীমান্তের ইছামতি নদীর পাড়ে কাদার মধ্যে সোনার বারগুলো পলিথিনের ব্যাগের ভেতর স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় লুকানো ছিল বলে জানিয়েছে বিজিবি।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের কামারবাড়ী এলাকায় ইছামতি নদীর পাড়ে কাদার মধ্যে তিনটি বড় ও তিনটি ছোট সোনার বার লুকায়িত আছে। ওই সোনারবারগুলো বাংলাদেশ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে মাটিতে পুঁতে রাখা হয়েছিল।
ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ওই স্থানে অভিযান চালিয়ে সোনার বারগুলো উদ্ধার করে। এগুলোর ওজন ৩ কেজি ৩৫৩ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৬০ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা। উদ্ধার করা সোনা বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানান বিজিবি‘র ওই কর্মকর্তা।
জামাল হোসেন/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিকাশের এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই, চিনে ফেলায় শরীরে আগুন
- ২ দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মিছিল, জানেন না জামায়াতের প্রার্থী
- ৩ দিপু হত্যায় সক্রিয় ভূমিকা রাখেন এরশাদ, মোবাইল উদ্ধার
- ৪ সিরাজগঞ্জে নবজাতক শিশুকে গলা কেটে হত্যা, আত্মগোপনে মা
- ৫ এসএসসি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ভৈরবে শিক্ষার্থীর আত্মহত্যা