কুড়িগ্রামে শীতার্তদের ১১০০ কম্বল বিতরণ
শীতার্তদের কম্বল দেয় রংপুর ওল্ড ক্যাডেট অ্যাসোসিয়েশন
কুড়িগ্রামে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে রংপুর ওল্ড ক্যাডেট অ্যাসোসিয়েশন (রকা) নর্থ জোন। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে জেলার ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে ১ হাজার ১০০টি কম্বল বিতরণ করেছে সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন- রকার নর্থ জোনের সভাপতি অধ্যাপক ডা. মঞ্জরুল করিম প্রিন্স, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, সহ সভাপতি মেজর মোহাম্মদ হারুন অর রশিদ, সহ সভাপতি অধ্যাপক মোবাশ্বের আলম, ফুলবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমন দাশ ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম রাব্বানী সরকার।
কম্বল পেয়ে ষাটোর্ধ বৃদ্ধা জমেলা বেওয়া বলেন, ‘এত টান্ডা না যাবাইছে কাইও একটা কম্বলও দেয় নাই। আইতোত খুব কষ্ট হয় থাকতে। আজ একটা কম্বল পাইলোং এলা ঠান্ডা একনা কম নাগবে।’

রহিম উদ্দিন নামের একজন বলেন, ‘চেয়ারম্যান মেম্বার অনেক মানুষকে কম্বল দিয়েছে, আমি পাই নাই। আজ একটা কম্বল পেলাম অনেক উপকার হবে।’
রংপুর ওল্ড ক্যাডেট অ্যাসোসিয়েশন (রকা) নর্থ জোনের সভাপতি অধ্যাপক ডা. মঞ্জরুল করিম প্রিন্স বলেন, আমরা দুস্থ ও অসহায় মানুষের পাশে সব সময় দাঁড়ানো চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ১১০০টি কম্বল বিতরণ করেছি।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন দাশ বলেন, রকা নর্থ জোন দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ১১০০টি কম্বল বিতরণ করেছে। সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটা লাঘব হবে।
ফজলুল করিম ফরাজী/এসজে/এমএস