রাস্তার পাশে পানি পান, বাসের ধাক্কায় প্রাণ গেলো ২ বোনের
অ্যাম্বুলেন্সে দুজনের মরদেহ ওঠানো হচ্ছে
পিরোজপুরে দাঁড়িয়ে থাকা ভ্যানে বাসের ধাক্কায় দুই বোন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে পিরোজপুর-নাজিরপুর মহাসড়কের আদাজুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাজিরপুর উপজেলার ভৈরমপুর গ্রামের মো. নজরুল ইসলামের মেয়ে মুক্তা আক্তার (২৩) ও মারিয়া আক্তার (১১)।
আহতরা হলেন- ভৈরমপুর গ্রামের ভ্যানচালক মনির হোসেন (৫০), যাত্রী আজিজুল গাজী (৩৬) ও নিহতদের ভাই মনজুরুল ইসলাম (৪০)।
প্রত্যক্ষদর্শী কামরুল ইসলাম জাগো নিউজকে বলেন, বিকেল পৌনে ৪টার দিকে নাজিরপুরের শ্রীরামকাঠী থেকে একটি ভ্যানে চার যাত্রী আসছিলেন। আদাজুরি এলাকায় রাস্তার পাশে ভ্যান দাঁড় করিয়ে পানি পান করছিলেন যাত্রীরা। এ সময় পিরোজপুর থেকে নাজিরপুরের দিকে যাওয়া ইমাদ পরিবহনের একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। ভ্যানচালক ও চার যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে পিরোজপুর হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান।
স্থানীয় ইউপি সদস্য মো. মিজান জাগো নিউজকে বলেন, বিকেলে আদাজুরি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তা আক্তার ও মারিয়া আক্তার এবং আহত মনজুরুল ইসলাম সম্পর্কে ভাইবোন। একজন ভ্যানচালক ও অন্যজন একই গ্রামের যাত্রী। আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তীর্থ দাস জাগো নিউজকে বলেন, দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজনকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জাগো নিউজকে বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসজে/এএসএম