ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শিক্ষা মেলায় শিক্ষিকার মৃত্যু

প্রকাশিত: ০৫:৫০ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

কক্সবাজারের চকরিয়ায় শিক্ষা মেলায় যোগদানের পর বুলবুল জন্নাত (৪৫) নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে চকরিয়া কমিউনিটি সেন্টার মাঠে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার কাহারিয়া ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

উপজেলা পরিষদের উদ্দ্যোগে অনুষ্ঠিত ‘মেধা বৃত্তি প্রদান ও প্রাথমিক শিক্ষা মেলা’ যোগদান করেন তিনি। এসময় অনুষ্ঠানে অংশগ্রহণ করে দর্শক সারিতে বসেন। বেলা ১১টার দিকে তার বুকে ব্যথা অনুভব হয়ে ঘটনাস্থলে ঢলে পড়েন।

সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বুলবুল জন্নাত চকরিয়া পৌরভার কাহারিয়া ঘোনা গ্রামের সাবেক সেনা সদস্য শাহাবউদ্দিনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক মোহাম্মদুল হক জানান, শিক্ষা মেলায় অন্যান্য শিক্ষকদের মতো তিনিও যথারীতি উপস্থিত হন। কিছুক্ষণ পরে তার বুকে ব্যথা অনুভব করে বমি করেন। পরে তিনি মারা যান।

সায়ীদ আলমগীর/এমএএস/বিএ