ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাড়ির সামনে ট্রলির ধাক্কায় প্রাণ গেলো শিশুর

উপজেলা প্রতিনিধি | হিলি (দিনাজপুর) | প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ১১ জানুয়ারি ২০২৩

দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ির পাশের রাস্তা পারাপারের সময় ইটবোঝাই ট্রলির ধাক্কায় নিহত হয়েছে সিফাত ইসলাম (৫) নামে এক শিশু। বুধবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঘোড়াঘাট-গাইবান্ধা সড়কের পাঁচপীর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সিফাত পৌর এলাকার পাঁচপীর গ্রামের রানা মিয়ার ছেলে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ঘোড়াঘাট করতোয়া ব্রিজ থেকে ইটবোঝাই একটি ট্রলি আজাদ মোড়ের দিকে যাচ্ছিল। এ সময় সিফাত বাড়ির সামনের রাস্তা পার হতে গেলে ট্রলির ধাক্কায় রাস্তার পাশে উল্টে পড়ে। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সিফাত বলেন, দুপুরের আগে স্থানীয় লোকজন শিশুটিকে হাসপাতালে নিয়ে এসেছিল। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাহাবুর রহমান/এফএ/জিকেএস